Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(১) সাংস্কৃতিক প্রশিক্ষণ: সকল  শ্রেণীর শিশুদের প্রশিক্ষনের জন্য নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তির সুযোগ রয়েছে। দু:স্থ্য শিশুদের জন্য বিনা মূল্যে প্রশিক্ষনের ব্যবস্থা আছে। সকল প্রশিক্ষন একাডেমীর কার্যালয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়।

সংগীত: সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা হতে ৫.৩০টা এবং শুক্রবার সকাল ৯.৩০ টা হতে ১১.৩০ টা পর্যমত্ম।

নৃত্য:সপ্তাহে দুইদিন রবিবার বিকাল ৪.৩০টা হতে ৬.৩০টা এবং সোমবার সকাল ৪.৩০ টা হতে ৬.৩০ টা পর্যমত্ম।

চিত্রাংকন:সপ্তাহে চারদিন বৃহস্পতিবার বিকাল ৪.৩০টা হতে ৬.৩০টা এবং শুক্রবার সকাল ১০.৩০ টা হতে ১২.৩০ টা , সোমবার বিকাল ৪.৩০টা হতে ৬.৩০টা মঙ্গলবার ৪.৩০টা হতে ৬.৩০টা পর্যমত্ম।

 

(২) বিভিন্ন দিবস উদযাপন : সংশিস্নষ্ট দিবসের পূর্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় পত্রের মাধ্যমে অবহিত  করানো হয়। অফিস চলাকালীন সময়ে লাইব্রেরীয়ান-কাম-মিউজিয়াম কীপারের নিকট  থেকে জানানো হয়।

(৩) প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যাক্রম :শিশু বিকাশ কেন্দ্র ৩-৪ বছর বয়সী ৩০জন শিশুকে সকাল ১০.০০ টা  খেকে দুপুর      ১২.০০ টা পর্যমত্ম   নির্ধারিত কারিকলামে একজন প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম ৫-৬ বছর বয়সী ৩০জন শিশুকে সকাল ৭.০০ টা থেকে ৯.০০টা পর্যমত্ম নির্ধারিত  কারিকলামে একজন প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষকের মাধ্যমে শিক্ষা প্রদান  করা হয়।

(৪) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা : উপজেলা,জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় দপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানানো হয়। জেলা , অঞ্চল ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা জেল শিশু বিষয়ক কর্মকতার কার্যালয় থেকে  জানানো হয়।

(৫) শিশুদের মৌসুমী প্রতিযোগিতা: উপজেলা,জেলা , অঞ্চল ও জাতীয় পর্যায়ে  দলগত ভাবে অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় দপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানানো হয়। জেলা , অঞ্চল ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা জেল শিশু বিষয়ক কর্মকতার কার্যালয় থেকে  জানানো হয়।

(৬) শিশু আনন্দ মেলা :জেলা পরিচালনা কমিটির সিদ্ধামত্ম মোতাবেক সুবিধা জনক সময়ে  অনুষ্ঠিত হয়। যাহা পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থাকে যথাযথভাবে পত্রের মাধ্যমে অবহিত করানো হয়। শিশুদের তৈরী বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, হস্থশিল্প ও তাদের সংগৃহিত বস্ত্ত সমগ্রী এ মেলায প্রদর্শিত হয়। এ ছাড়া মেলা চলাকালিন সময়ে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(৭) শিশু নাট্য প্রতিযোগিতা :জেলার বিভিন্ন শিশু নাট্য দলের সাথে যথাযথ  যোগাযোগ পূর্বক সুবিধাজনক সময় প্রতিটি দলের অংশগ্রহণের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়এবং সকল দলকে পুরস্কার প্রদান করা হয়।

(৮) শিশু পাঠাগার :প্রায়  ২,৩০০ কপি শিশুতোষ বই সম্বলিত একটি শিশু পাঠাগার আছে। অফিস চলাকালীন সময়ে পাঠাগার সকাল ৯.০০ ট টা হতে বিকাল ৫.০০ টা পর্যমত্ম খোলা থাকে। শিশুরা নিয়মিত পাঠাগারে এসে বই পড়তে পারে এবং  কার্ড সংগ্রহ পূর্বক বই বাসায় নিতে পারে। এ ছাড়া নির্ধারিত কমিশনের মাধ্যমে শিশু  একাডেমী কর্তৃক প্রকাশিত সকল প্রকার বই ও মাসিক শিশু পত্রিকা বিক্রয়ের সু-ব্যবস্থা আছে।